খেলোয়াড়দের র্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। বুধবার (২৩ মার্চ) প্রকাশিত এই র্যাংকিংয়ে ওয়ানডে বোলারদের মধ্যে শীর্ষ দশে একমাত্র বাংলাদেশি হিসেবে মেহেদী হাসান মিরাজ রয়েছেন।
অবশ্য তিনি আগে থেকেই আছেন। এই মুহূর্তে তার অবস্থান ৬৬৪ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে।
দক্ষিণ আফ্রিকায় প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করা মিরাজ রয়েছেন সেরা দশের ৭ নম্বরে। এক নম্বরে থাকা কিউই পেসার ট্রেন্ট বোল্টের রেটিং পয়েন্ট ৭৩৭।
দুই নম্বরে রয়েছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড। এই অজি পেসারের রেটিং পয়েন্ট ৭০৯। তিন নম্বরে ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস।
আইসিসি বুঝতে পেরেছে, পতাকার জায়গায় বড় একটি ভুল করে ফেলেছে তারা। মুজিব উর রহমান আফগানিস্তানের লেগ স্পিনার। ভুল করে তার নামের পাশে বাংলাদেশের পতাকা লাগিয়ে দেয়া হয়েছে। অবশ্য আইসিসির ওয়েবসাইটে মুজিবের নামের পাশে এখন আফগান পতাকাই শোভা পাচ্ছে।