ক্ষমা করে দিস, তোকে সুস্থ ছেলেবেলা দিতে পারিনি
ক্ষমা করে দিস মা, তোকে সুস্থ ছেলেবেলা দিতে পারিনি। কন্যা মাইয়্যা সান্যালের কাছে ক্ষমা চেয়ে কথাগুলো বলেন ভারতীয় বাংলা সিনেমার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। আজ বুধবার (৩০ মার্চ) শ্রীলেখা ফেসবুকে তার কন্যার একটি ছবি পোস্ট করে এই অনুভূতি ব্যক্ত করেন। শ্রীলেখা মিত্র বলেন, আমায় কোনও দিন মেয়ে মাইয়্যা সান্যালকে নিয়ে কখনও লিখতে দেখেছেন? ছবিও দিতে …